১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কটিয়াদী বাজারে তেলের গোডাউনে আগুন

-

কিশোরগঞ্জের কটিয়াদীতে তেলের গোডাউন ও কীটনাশকের দোকানে আগুন লেগে দোকান দুটি পুড়ে গেছে। এ সময় পার্শ্ববর্তী অপর একটি দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। গত শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী পুরাতন বাজারে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। পরে কটিয়াদী ফায়ার সার্ভিস ও বাজিতপুর ফায়ার সার্ভিস গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকান দুটি পুড়ে যায়।
জানা গেছে, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। প্রথমে মেসার্স রাধানাথ রায়ের দোকানে আগুন লাগে। পরে সাথে থাকা দুটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। মোট তিনটি দোকান পুড়েছে বলে জানা গেছে। এ ছাড়া তেলের গোডাউনে আগুন লাগলেও ফয়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে।
মেসার্স রাধানাথ রায় এর মালিক প্রিয় লাল রায়ের ছেলে পার্থ রায় বলেন, এটি নাশকতাও হতে পারে। অনুমান করছি, আমার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আগে এলে হয়তো ক্ষতির পরিমাণ আরো কম হতো।
সাথের দুটি দোকানের মালিক পরিতোষ রায় জানান, তাদেরও প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আরো আগে এলে আগুন এতটা ছড়াতে পারতো না। মাত্র ৫০০ গজ দূরত্বে থেকেও তারা আসতে আধা ঘণ্টা দেরি করে ফেলেন।
কটিয়াদী ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুল বলেন, আমাদের গাফিলতি ছিল না। তাৎক্ষণিক আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তেলের ডিপো ছিল, তাই সাবধানে কাজ করতে হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল ‘জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড’ দ্বিতীয় দফা অভিশংসনের মুখে ইউন সুক মহিপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত আহত বেল্লাল স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের আ’লীগ পাক বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে : শফিকুল আলম নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে

সকল