বাউফলে ডাকাতি মামলার আসামি গৌরনদী থেকে গ্রেফতার
- বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
- ২৩ জুন ২০২৪, ০২:১০
পটুয়াখালীর বাউফলে দ্বীপ্ত কর্মকার (২৮) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে ছদ্দবেশে ক্রেতা সেজে তাকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ।
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, গত বছর অক্টোবর মাসে বাউফল থানায় দায়েরকৃত দুইটি পৃথক ডাকাতির মামলায় গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দীপ্তকে গ্রেফতার করা হয়। গৌরনদীর বাটাজোড়া গ্রামে দীপ্ত কর্মকারের একটি মুড়ির কারখানা রয়েছে। বাউফল থানার কনেস্টবল দুলাল তিন দিন আগে ছদ্দবেশে ওই কারখানায় শ্রমিকের কাজ নেন। এরপর তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর ক্রেতা সেজে ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ও এসআই নাসির অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। দু’টি ডাকাতির মামলায় এ পর্যন্ত মোট ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা