কুমিল্লা-মীরপুর সড়কে বন্ধ হয়নি ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি
- কাজী খোরশেদ আলম বুড়িচং (কুমিল্লা)
- ২৩ জুন ২০২৪, ০২:১০
কুমিল্লা সড়ক যেন অভিভাবকহীন হয়ে আছে। সিএনজিচালকদের হাতে জিম্মি হয়ে আছে দুই উপজেলার কয়েক লাখ মানুষ। সকাল সন্ধ্যায় তাদের মর্জি মতো ভাড়া বৃদ্ধি করে। ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদের দু-তিন দিন আগ থেকেই চালকরা ইচ্ছে মতো ভাড়া আদায় করছে। গতকাল ২২ জুন ঈদের পাঁচ দিন পরেও ভাড়া কমে নাই। বুড়িচং থেকে কুমিল্লা ৫০-৬০ টাকা ও ব্রাহ্মণাপাড়া থেকে কুমিল্লা ৮০/১০০ এবং বুড়িচং থেকে বারেশ্বর চৌমুহনী ৩০ টাকা ভাড়া আদায় করতে দেখা গেছে।
মূল সড়কের সাথে পাল্লা দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার চালকরাও যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছে।
কুমিল্লা-৫ আসনের বর্তমান এমপি মুহাম্মদ আবু জাহের নির্বাচিত হওয়ার পর বুড়িচং-ব্রাহ্মণপাড়া দুই উপজেলার সাধারণ মানুষ ও চালকদের কথা চিন্তা করে জিবি নামক চাঁদা বন্ধ করে দেয়। কিন্তু এমপির এই মহৎ উদ্যোগের সুফল থেকে সাধারণ মানুষ বঞ্চিত রয়েছে। যে চালকদের জন্য জিবির চাঁদা বন্ধ করা হয়েছে, সেই চালকরাই এখন যাত্রীদেরকে হয়রানি করছে।
চণ্ডিপুর গ্রামের এক মহিলা যাত্রী বলেন, বুড়িচং থেকে বারেশ্বর আসতে ৩০ টাকা ভাড়া রেখেছে। হরিপুর গ্রামের এনজিও কর্মী রবিউল আলম বলেন, এই সড়কে বিকল্প পরিবহন চালু করার দাবি জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, যাত্রীদের সচেতন হওয়া উচিত। জনপ্রতিনিধিরা বসে যদি মনে করে ইজারা দেয়া প্রয়োজন। জনপ্রতিনিধিদের নিয়ে চালকদের সাথে বসে ভাড়া নির্ধারণ করে দেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা