গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের ব্রিজে মানুষের ঢল
- রফিকুল ইসলাম খান গফরগাঁও (ময়মনসিংহ)
- ২৩ জুন ২০২৪, ০২:০৮
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ওপর খুরশিদমহল ব্রিজে ঈদুল আজহার পঞ্চম দিনেও শত শত মানুষের ঢল নেমেছিল। মানুষের প্রচণ্ড ভিড়ে ও আনন্দ উৎসবে মেতে উঠেছিল ঘুরতে আসা ভ্রমণপিপাসুরা।
সরেজমিন দেখা যায়, উপজেলা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল এলাকায় ব্রিজটির অবস্থান। গত শুক্রবার ছুটির দিন হওয়ায় বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থী ভ্রমণে আসেন মনোরম এই খোলা জায়গায়। বর্ষার শুরুতে নদের ও পাশের বিলের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। দুই দিকে সবুজে ঘেরা ফসলের ক্ষেত আর জলরাশি। এই দৃশ্য দর্শনার্থীদের বিমোহিত করে তোলে।
প্রশস্ত ব্রিজের ওপর ও ব্রিজ-সংলগ্ন এলাকায় দেখা যায়, ঈদ আনন্দ উপভোগ করতে উৎসবে মেতে উঠেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা। পরিবারের ছোট ছোট শিশু, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখক, রাজনীবিদ ও গণমাধ্যমকর্মীসহ সব শ্রেণীর মানুষ ছুটে এসেছেন এখানে। প্রাণভরে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। সুন্দর এই মুহূর্তকে ধরে রাখতে অনেকেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
এখানে আসা খুরশিদ মহল এলাকার হজরত আলী মেম্বার, চরশাঁখচূডা এলাকার সাংবাদিক পুত্র সাজিদ খান, পাশের হোসেনপুর এলাকার সুমন, ইভা, শাহনাজ ও পাকুন্দিয়া এলাকার নব দম্পতি শায়লা-ইমন জানান, এমন খোলা হাওয়া ও প্রকৃতির এমন সান্নিধ্য অনেক দিন ধরে উপভোগ করা হয় না। তাই ছুটে আসা। বড় ভালো লাগছে এখানে এসে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা