১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গুলিয়াখালী সৈকতে পর্যটকরা শৌচাগার সুবিধা থেকে বঞ্চিত

অচিরেই সমস্যার সমাধান করা হবে : ইউএনও
-


চট্টগ্রামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গুলিয়াখালি সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকরা শৌচাগার থাকা সত্ত্বেও ব্যবহার করতে পারছেন না। সম্প্রতি একটি বেসরকারি সহযোগিতা সংস্থা সেখানে বেশ কয়েকটি অস্থায়ী শৌচাগার স্থাপন করে। তবে শৌচাগারে যাওয়া আসার রাস্তা তৈরি না করায় সামান্য জোয়ার এলেই তা পানির নিচে তলিয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এ নিয়ে সৈকতে আসা পর্যটকদের ক্ষোভের শেষ নেই।

তবে সহযোগিতা সংস্থা ইপসার প্রোগ্রাম অফিসার হাকিম মোল্লা জানিয়েছেন, স্থানীয় চেয়ারম্যান সেখানে একটি বাঁধ নির্মাণ করায় জোয়ারের পানি আসার পর তা দ্রুত নিঃসরণ না হওয়ায় পর্যটকদের শৌচাগার ব্যবহারে সাময়িক অসুবিধায় পড়তে হয়।
জানা যায়, সীতাকুণ্ডের দৃষ্টিনন্দন গুলিয়াখালি সমুদ্র সৈকতকে ২০২২ সালে সরকার পর্যটনকেন্দ্র ঘোষণা দেয়ার পর থেকে এর উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার ফেনী থেকে আসা রুমা আক্তার জানান, এ সৈকতের সৌন্দর্যের কথা পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে তা দেখতে আসি। দুপুরের দিকে জোয়ার এলে সৈকতে অন্যরকম একটা আবহে বিমোহিত হই। সেখানে শত শত পর্যটকদেরও উদ্দীপনায় মেতে উঠতে দেখেছি। তবে শৌচাগারে যাওয়া আসার রাস্তায় মাটি ভরাট করে দিলে আর সমস্যা হবে না।

এ ব্যাপারে ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান বলেন, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। সংশ্লিষ্ট টিমকে পাঠিয়ে সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেব।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও সৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে এম রফিকুল ইসলাম বলেন, গুলিয়াখালি সৈকত নিয়ে নানামুখী উন্নয়ন কাজ চলছে। এটিও অচিরেই সমাধান করা হবে।
মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার বলেন, জোয়ারের পানি ধরে রাখতে বাঁধটি নির্মাণ করা হয়েছিল। তা কেটে দেয়ার জন্য স্থানীয় ইউপি সদস্যকে বলা হয়েছে।
দেশের অন্য সৈকত থেকে গুলিয়াখালি সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য কিছুটা আলাদা। তপ্ত রোদে পর্যটকদের শীতল ছায়া দিতে সৈকতে ছাতা হয়ে দাঁড়িয়ে আছে ম্যানগ্রোভ বনের গাছগাছালি। সৈকতের মাটি সবুজ ঘাসের চাদরে ঢাকা। মাটির আঁকাবাঁকা ভাঁজে ভাঁজে জোয়ারের পানি দোলা দেয়। সে এক অপূর্ব দৃশ্য।

 


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল