১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বালিয়াডাঙ্গীতে বিয়ের অনুষ্ঠানে তরকারি কম দেয়া নিয়ে সংঘর্ষে আহত ১০

-

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের অনুষ্ঠানে তরকারি কম দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের কনের চাচা, চাচাতো ভাই, মামী, বরের চাচা, মামাসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্য দুজনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ক্ষুদ্র মাছখুরিয়া গ্রামের খলিলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাটি জানতে পারে। এরপর ঘটনাস্থল ও হাসপাতালে থাকা আহতদের দেখতে পুলিশের একটি টিম যায়। এ ঘটনায় কনের বাবাকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু শুক্রবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কেউই থানায় কোনো অভিযোগ দেয়নি। উভয়পক্ষ স্থানীয়ভাবে এ ঘটনা সমাধান করে নিবে।

 


আরো সংবাদ



premium cement