০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

মিরসরাইয়ে এসএসসি ২০০০ ব্যাচের বৃক্ষরোপণ অভিযান

-

‘বৃক্ষে বাঁচুক ধরণী, বন্ধুত্ব বাড়ুক বৃক্ষে’ এ স্লোগানে চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এসএসসি ২০০০ ব্যাচের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ৩১ মে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের যাত্রা শুরু হয়। তারই অংশ হিসেবে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক লুৎফুন নাহার।

বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, মিরসরাই পৌরমেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরমেয়র রেজাউল করিম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি প্রমুখ।
প্রকৃতির রুদ্র আচরণ থেকে পরিত্রাণ পেতে পুরো মিরসরাইকে সবুজায়নের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে মিরসরাই উপজেলার এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা। সবশেষে তারা উপজেলা পরিষদের বিভিন্ন দফতরে টপসহ বিভিন্ন রকমের ফুলের গাছ উপহার দেন।


আরো সংবাদ



premium cement