১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

-

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো: ইয়াছিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু ইয়াছিন মায়ের সাথে গতকাল শুক্রবার সকালে নানাবাড়িতে বেড়াতে আসে।
ইয়াছিন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্লভবাড়ির কামাল দুর্লভের ছেলে। সে সকালে মায়ের সাথে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বেপারি বাড়ি বেড়াতে আসে। দুপুরে তাকে খুঁজে না পেয়ে তার মা চিৎকার শুরু করে। একপর্যায়ে কয়েকজন পুকুরের পানিতে নামলে তাকে পানির নিচে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement

সকল