শেরপুরে নৌকা ডুবে মেডিক্যাল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু
- শেরপুর প্রতিনিধি
- ২২ জুন ২০২৪, ০৩:০০
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের গজারমারী বিলে নৌকা ভ্রমণে গিয়ে ডুবে মারা গেছে রংপুর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও তার বন্ধু। এ ছাড়াও অসুস্থ হয়ে পড়েছে আরো তিন বন্ধু।
গতকাল জুমার নামাজের পর উপজেলার কান্দুলি গ্রামের গজারমারী বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো রংপুর মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কান্দুলি গ্রামের সোহরাব আলীর ছেলে মোশারফ হোসেন মিল্টন (২১) এবং সাদা মিয়ার ছেলে আমানুল্লাহ আমান (১৭)।
পুলিশ জানায়, কান্দুলি গ্রামের ৮ বন্ধু মিলে নৌকা ভাড়া করে গজারমারী বিলের নলাডুবা এলাকায় ঘুরতে যায়। এক পর্যায়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে ৮ বন্ধুকে নিয়ে ডুবে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে গিয়ে উদ্ধারে নামেন। তবে ততক্ষণে মিল্টন মারা যায়। অপর বন্ধুদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমানুল্লাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা