হেলিকপ্টারে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন হোসেনপুরের রাজিব সর্দার
- জাহাঙ্গীর আলম হোসেনপুর (কিশোরগঞ্জ)
- ২২ জুন ২০২৪, ০২:৫৬
মমতাময়ী মায়ের স্বপ্ন পূরণে বগুড়া থেকে হেলিকপ্টারে চড়িয়ে নববধূকে নিয়ে বাড়ি ফিরলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার যুবক রাজিব সর্দার। তিনি উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের খালাশী বাড়ির সাহাবুদ্দিন সর্দারের ছেলে। গত বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলার সোনাতলা থানার মধুপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রেজাউল করিমের মেয়ে ডা: রুমানা আক্তারকে বিয়ে করে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরেন রাজিব।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চরকাটিহারী গ্রামের শাহাবুদ্দিন সর্দার ও সেলিনা দম্পতির তিন ছেলেমেয়ের মধ্যে রাজিব সবার ছোট। মায়ের স্বপ্ন ছিল রাজিব স্ত্রীকে বাড়ি আনবে হেলিকপ্টারে চড়িয়ে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বগুড়া থেকে হেলিকপ্টারে চড়িয়ে নববধূকে নিয়ে বাড়িতে পৌঁছান তিনি। এতে খুশি রাজিবের মা-বাবাসহ এলাকাবাসীও।
সরেজমিন তথ্য সংগ্রহকালে রাজিবের মামা বিল্লাল সর্দার ও চাচাতো ভাই পারভেজ সর্দার জানান, হেলিকপ্টারে নববধূ আসার খবরে বাড়িতে কয়েক হাজার লোকের সমাগম ঘটে।
এ ব্যাপারে বর রাজীবের মা সেলিনা আক্তার জানান, রাজিব তাদের ছোট সন্তান। ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করানো তার অনেক দিনের স্বপ্ন ছিল। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সেজন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা