কাউখালীকে আধুনিক স্মার্ট উপজেলা গড়ে তুলব : মহিউদ্দিন মহারাজ এমপি
- কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
- ২১ জুন ২০২৪, ০১:৪১
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথ পরবর্তী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে গত বুধবার দুপুরে পরিষদের হলরুমে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পিরোজপুর-২ আসনের এমপি মহিউদ্দিন মহারাজ।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহারাজ বলেন, বিগত দিনে কাউখালীতে উন্নয়নের বৈষম্য হয়েছে। আমার দ্বারা কোনো বৈষম্য হবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা