দাদপুর সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ২১ জুন ২০২৪, ০১:৪১
দীর্ঘ ২০ বছর পর বন্ধুদের এক সাথে পেয়ে তারুণ্য ফিরে পেয়েছেন এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা।
গত বুধবার সকালে বিদ্যালয় চত্বরে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হলো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দাদপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি-২০০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা, বন্ধুদের স্মৃতিচারণ, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে দাদপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় চত্বরে আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে ও এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থী শিক্ষানবিস আইনজীবী আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দাদপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সভাপতি প্রভাষক আব্দুল বারীক, অবসরপ্রাপ্ত শিক্ষক শাজাহান আলী, আব্দুল লতিফ আকন্দ, ইসমাইল হোসেন, সুবাস চন্দ্র, আবুল হোসেন ভুঁইয়া, শ্যামল চন্দ্র, সোহেল রানা প্রমুখ। এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হাসান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা