১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দাদশী ইউপি চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

-

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দাদশী ইউনিয়নবাসী গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে।
দাদশী ইউনিয়ন পরিষদের সামনে পাঁচ শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। পরে তারা দাদশী বাজার ও আঞ্চলিক সড়কে ব্যানার ব্যানার নিয়ে মিছিল করে। মানববন্ধনে রাজবাড়ী শেখ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল বারেক শেখ ফারুক, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, সাবেক মেম্বার শাফায়েত হোসেন, হামলার শিকার দেলোয়ার চেয়ারম্যানের মামা জাহিদুল ইসলাম রজব, দাদশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা দেলোয়ারকে হত্যা চেষ্টার প্রধান আসামি আকবর আলী খানসহ সব আসামিকে গ্রেফতারের দাবি জানায়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১১টার দিকে দাদশী ইউনিয়ন শিংগা নিজাদপুর গ্রামে দেলোয়ার শেখের বাড়িতে ঢুকে আকবর খানের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ চেয়ারম্যান দেলোয়ারের ওপর হামলা চালায়।
সন্ত্রাসীরা দেলোয়ারকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার শেখের ওপর হামলার ঘটনায় তার বাবা আব্দুল কুদ্দুস শেখ বাদি হয়ে মামলা করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
মামলার স্বার্থে এর চেয়ে বেশি কিছু তিনি বলতে চাননি।

 

 


আরো সংবাদ



premium cement