গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের সেলাই মেশিন ও নগদ অর্থসহায়তা প্রদান
- ২১ জুন ২০২৪, ০১:৩৯
অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন ও দুরারোগ্য রোগীদের মাঝে নগদ অর্থসহায়তা প্রদান করেছে গাংনী উন্নয়ন ফাউন্ডেশন। গত বুধবার গাংনীর বন বিভাগের পাশর্^বর্তী সোনালী ব্যাংক ভবনে সংগঠনটির কার্যালয়ে ২১ জন অসহায় বিধবা ও ডির্ভোস নারীদের সেলাই মেশিন ও ১০ জন রোগীর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকার ডাইরেক্টর সংযোগ ও ট্রাস্টি মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মিন্টু, সদস্য সামছুল আলম প্রমুখ। ডাইরেক্টর সংযোগ ও ট্রাস্টি মাহাবুব হোসেন বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। এই ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা, দরিদ্র ও অসহায় মানুষের নানাভাবে সহায়তা করে আসছে। গাংনীর একদল উদ্যমী মানুষ নিয়ে এই সংগঠন গড়ে তোলা হয়েছে। এর পরিসর আরো বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। মেহেরপুর প্রতিনিধি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা