১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সন্ত্রাসীদের হাতে আহত

কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে ঢাকায় প্রেরণ

-

কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক ও এশিয়ান টিভির কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক হাসিবুর রহমান রিজুকে সন্ত্রাসীরা হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক জখম করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বুধবার বিকেলে সদর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করে হামলাকারীরা। হামলার ঘটনায় বিক্ষুব্ধ সাংবাদিকরা কুষ্টিয়া মডেল থানা ঘেরাও করে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
সাংবাদিক রিজু জানান, বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে হরিপুর দ্য ওল্ড হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত একটি মিটিংয়ে যোগ দিতে বাড়ি থেকে বের হন। হরিপুর বাজারের মুখেই শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। আধা ঘণ্টা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও কেউ ভয়ে এগিয়ে আসেনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৮টার দিকে দ্রুত তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা: তাপস কুমার জানান, হামলায় রিজুর দুই পা ভেঙে গেছে। বাম হাতের কবজি ভেঙে যাওয়াসহ একটি গুরুত্বপূর্ণ শিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাতের আঙ্গুলে, বুকে ও মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এরই মধ্যে হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ দিকে রাতে পুলিশ হরিপুর নিজ বাড়ি থেকে বিএনপি নেতা বাবর আলীকে আটক করেছে।

 

 


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল