কলাপাড়ায় ৫০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা
- কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
- ২১ জুন ২০২৪, ০১:৩৩
পটুয়াখালীর কলাপাড়ায় মরহুম বাবার স্মরণে ৫০০ রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছেন চিকিৎসক ছেলে। এ সময় তার স্ত্রীও রোগী দেখেন।
গত মঙ্গলবার ধুলাস্বার ইউনিয়নের অনন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন ওই গ্রামের মরহুম ইউপি মেম্বার রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে ডা: আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা: ফারিয়া ফেরদৌস।
এ ক্যাম্পের দায়িত্বে ছিল ‘মানবতার ডাক’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ছেলে ও পুত্রবধূ দু’জনই মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে রফিকুল ইসলাম হাওলাদারের বড় ছেলে মাওলানা মাহবুবুল আলম বলেন, আমার বাবা সারাজীবন মানুষের সেবা করেছেন। আমাদের প্রতি তার নির্দেশ ছিল আমরা যেন মৃত্যু পর্যন্ত মানুষের পাশে থাকি। আমার ছোট ভাই একজন চিকিৎসক হওয়ায় এ আয়োজন করা হয়েছে। আমরা আজীবন এভাবে মানুষের পাশে থাকতে চাই।
মানবতার ডাক সংগঠনের সভাপতি অহিদুল ইসলাম জানান, বালিয়াতলী, ধুলাসার, মিঠাগঞ্জ ডালবুগঞ্জ ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নের পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা