১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সন্ত্রাসী হামলায় দাদশী ইউপি চেয়ারম্যান সপরিবারে গুরুতর আহত

-

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বাড়িতে ঢুকে একদল সন্ত্রাস বাহিনী হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করেছে। হামলার সময় দেলোয়ারের সাহায্যে এগিয়ে আসা তার ছেলে ঢাকা নটর ডেম কলেজের ছাত্র রোহান শেখ, ছোট ভাই হাসান শেখ, ছোট বোন রোজিনা ও তার স্বামী রাজুকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। চেয়ারম্যান দেলোয়ারসহ আহত পাঁচজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে দাদশী ইউনিয়নের শিংগা নিজাদপুর গ্রামে দেলোয়ারের বাড়িতে ঢুকে ৩০-৪০ জনের একটি গ্রুপ ওই হামলা চালায়।
দেলোয়ারের বৃদ্ধা মা ও তাদের প্রতিবেশী নজর আলী মোল্লা, আব্দুল কুদ্দুস মোল্লা, সোহরাব আলী শেখ, আব্দুল খালেক শেখ, আয়েশা বেগম, আকলিমা খানম, মনোয়ারা বেগম, সৈয়দ আলী মুন্সী, ফারুখ মণ্ডলসহ শতাধিক নারী পুরুষ জানান, সিংগা বাজারে গরুর হাটে সন্ত্রাসীরা আগের দিন চাঁদা নিতে আসে। চেয়ারম্যান দেলোয়ার তাদের চাঁদা না দেয়ায় ওই সন্ত্রাসীরা রাতে জোটবদ্ধ হয়ে এসে তার বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা চেষ্টা করে। এ সময় তার পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।
তারা আরো জানান, একই কারণে একই কায়দায় এই দাদশী বাজারে ২০০৪ সালে ওই একই স্থানে দাদশী ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান আমবাবুকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিল।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার শেকের ওপর হামলার ঘটনায় তার পিতা আব্দুল কুদ্দুস শেখ বাদি হয়ে মামলা করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। মামলার স্বার্থে এর চেয়ে বেশি কিছু তিনি বলতে চাননি।

 


আরো সংবাদ



premium cement
মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ

সকল