১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্মার্ট ও কর্মক্ষম নাগরিক তৈরি করবে নতুন শিক্ষাক্রম : শিক্ষামন্ত্রী

-

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা অর্জন করে আমাদের শিক্ষার্থীদের দক্ষ স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মধ্যপ্রদেশে আরবি ভাষার ব্যাপক চাহিদা রয়েছে সে কারণে আরবি জাপানিসহ বিভিন্ন ভাষা শিক্ষা অর্জন করে বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রফতানির সুযোগ রয়েছে। কিন্তু আমাদের যথেষ্ঠ দক্ষ জনশক্তি নেই। নতুন শিক্ষাক্রম স্মার্ট কর্মক্ষম নাগরিক তৈরি করতে সাহায্য করবে।
শিক্ষামন্ত্রী মাহিবুল হাসান চৌধুরী নওফেল গত মঙ্গলবার যশোরের চৌগাছায় পাশাপোল আমজামতলা মডেল কলেজের অ্যালামনাই অ্যসোসিয়েশনের আয়োজনে পূর্ণমিলনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতায় এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, এলামনাই অ্যাসোসিয়েশনে যারা সদস্য তারা একটা ফান্ড তৈরি করবে এবং এই প্রতিষ্ঠান যারা দরিদ্র মেধাবী শিক্ষার্থী ভর্তি হবে তাদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।
অনুষ্ঠানের প্রধান আলোচক যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, প্রফেসর মর্জিনা আক্তার বলেন, আমরা কর্মবিমুখ শিক্ষা চাই না। শিক্ষা অর্জনের পাশাপাশি কর্মমুখী নাগরিক তৈরির করবে বর্তমান শিক্ষা ব্যবস্থা।
অনুষ্ঠানের প্রধান উদ্বোধক স্থানীয় এমপি ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেন, ছেলে মেয়েদের স্বপ্ন দেখাতে হবে বড় হওয়ার বড় মানুষ হওয়ার।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাহবুব আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, বগুড়ার গাবতলী উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরন কান্তি রায় সিটন, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান যশোরের শার্শায় ৩০০ বিঘা সরকারি জমি উদ্ধার

সকল