১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরিশালে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

-

ঈদুল আজহার প্রথম তিন দিন বরিশাল নগরীর বিনোদনকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পুলিশি নিরাপত্তার প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত নগরবাসী ঘুরে বেরিয়েছে। ঈদকে কেন্দ্র করে বঙ্গবন্ধু উদ্যান, ত্রিশ গোডাউন, দুর্গাসাগর, প্লানেট ওয়ার্ল্ড, শিশুপার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্কসহ শহরতলীর তালতলী এলাকার বেশ কিছু স্পটে ভিড় ছিলাচোখে পড়ার মতো।
ত্রিশ গোডাউনে ঘুরতে আসা আলামিন জানান, কীর্তনখোলা নদীর তীরে সন্তানসহ স্বজনদের নিয়ে ঘুরতে বের হয়েছেন। সিবাত রহমান নামে এক শিক্ষার্থী বলেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হয়েছি। বিনোদন কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির জানান, বিনোদনকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে পোষাকের বাইরেও সাদা পোষাকে পুলিশ সদস্যরা কাজ করছে।

 


আরো সংবাদ



premium cement