০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

২৬ বছর বয়সেই ডাকাতদলের সর্দার রবিজুল

-

বয়স মাত্র ২৬। আর এ বয়সেই গড়ে তুলেছে পুরোদস্তুর এক ডাকাত দল। সেই দল নিয়ে গত মাসে একটি বাড়িতে হানা দিয়ে লুট করে নেয় নগদ টাকা ও মালামাল। র‌্যাবের অনুসন্ধানে বেরিয়ে আসে সেই ডাকাতদলের সন্ধান। এরপর ফরিদপুরের নগরকান্দার চাঞ্চল্যকর একটি ক্লুলেস ডাকাতি ঘটনার মূল হোতা ডাকাত সর্দার রবিজুল শেখকে গ্রেফতার করে র‌্যাব-১০।
র‌্যাব-১০ এর সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে গত শুক্রবার এ তথ্য জানান। গ্রেফতার এই ডাকাত সর্দার রবিজুল শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।
র‌্যাব জানায়, গত ২২ মে রাত ৩ টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা থানার জুঙ্গুরদী এলাকায় শাতাদাত মুন্সীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ সবমিলিয়ে অর্ধলাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় ভিকটিম নগরকান্দা থানায় অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনের একটি ডাকাত দলের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করেন।
এ দিকে ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরপর বৃহস্পতিবার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় রবিজুলকে।
র‌্যাব কমান্ডার কে এম শাইখ আকতার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামি রবিজুল শেখ একজন আন্তঃজেলা ডাকাত দলের সরদার। সে বেশ কিছুদিন যাবৎ ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলায় সঙ্ঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল