১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

-

সিলেটের ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে অজিত সরকার (৪৭) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার বানাইয়া হাওরে মাছ শিকারে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ অজিত উপজেলার সাদিপুর ইউপির লামা গাভুরটিকি গ্রামের মৃত ঠাকুরচাঁন সরকারের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য অভিন্দ্র সূত্রধর বলেন, সকাল ১০টার দিকে নৌকা নিয়ে বানাইয়া হাওরে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে তার ব্যবহৃত ছাতা ও নৌকার বৈঠা পাওয়া গেছে।
ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন, জেলে নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠিয়েছি।


আরো সংবাদ



premium cement