৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে পুরস্কার পেল ৬৯ শিশু
- ১৬ জুন ২০২৪, ০০:০৫
একনাগাড়ে ৪০ দিন মসজিদে উপস্থিত থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে ৬৯ জন শিশু পুরস্কার পেল। কুষ্টিয়া শহরের ১ নং ওয়ার্ডের উত্তর কমলাপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে ব্যতিক্রমধর্মী এ আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার বাদ আছর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ডা: আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক রুহুল আমীন বেলাল। আলোচনায় অংশ নেন কমলাপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, কমলাপুর হাজী ওয়াজেদ আলী হাফেজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আবুল খায়ের, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা রাহাত আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদ কমিটির সহসাধারণ সম্পাদক ডা: রোকনুজ্জামান। গত ১ মে থেকে শুরু হয় এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এলাকার ৬৯ শিশু মসজিদে নিয়োমিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রথম স্থান লাভ করে ১১ জন, দ্বিতীয় হয় তিনজন, তৃতীয় হয় দুজন। অনুষ্ঠান শেষে সকল শিশুর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। কুষ্টিয়া প্রতিনিধি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা