১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাউখালীতে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

-

পিরোজপুরের কাউখালীতে সবজিসহ নিত্যপণ্যের দাম পাগলা ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ঘূর্ণিঝড়ের অজুহাত দেখিয়ে প্রতিটি নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়িয়ে বিক্রি করছে।
উপজেলার বিভিন্ন হাটবাজারে ১ কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা, কাকরোল ১০০ টাকা, করলা ৮০ টাকা, কচুরমুখি ১০০ টাকা, কচুরলতি ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, গাজর ১৮০ টাকা, পাতাকপি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, পেঁপে ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, মূলা ৬০ টাকা, শশা ৯০ টাকা, পটল ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, আলু ৬০ টাকা, রেহা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কাউখালী দক্ষিণ বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলামিন হোসেন ও কাঁচামাল ব্যবসায়ী বিশ্বজিৎ রায় জানান, বন্যার কারণে দেশীয় কোনো কাঁচামাল বাজারে আসে না, এখন শুধু যশোর থেকে কাঁচামাল আসে তাই মাল আনা খরচসহ ক্রয় খরচ বেশি হওয়ার কারণে আমরা বাধ্য হয়ে কাঁচামাল বেশি দামে বিক্রি করছি।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, শীঘ্রই বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement