১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শ্রীনগরে রাতের আঁধারে রাস্তা গায়েব

রাতের আঁধারে ভেকু দিয়ে কেটে ফেলা হচ্ছে রাস্তা : নয়া দিগন্ত -

শ্রীনগরে রাতের আঁধারে গায়েব হয়ে গেছে দুই কিলোমিটার রাস্তার মাঝের অংশ। রাস্তাটি এলজিইডির আইডিভুক্ত এবং প্রায় চার বছর আগে নির্মিত হয়েছিল। উপজেলার বীরতারা সাগির মার্কেট হতে আটপাড়া কোল্ডস্টোরেজ পর্যন্ত প্রায় ২.২ কিলোমিটার রাস্তার সালেপুর গ্রামের দক্ষিণ-পূর্ব পাশে গত বুধবার গভীর রাতে প্রায় দেড়শ’ ফুট অংশ ভেকু দিয়ে কেটে ফেলা হয়।
স্থানীয়রা জানায়, সালেপুর গ্রামের (তিনগাঁও সংলগ্ন) শামু ব্যাপারীর ছেলে ইয়ামিন ও তার ভাইয়েরা রাতের আঁধারে রাস্তাটি কেটে ফেলে। তাদের উদ্দেশ্য রাস্তাটি যাতে এখান থেকে সরিয়ে নেয়া হয়। কারণ, রাস্তার পশ্চিম পাশের একখণ্ড জমি তারা এক প্রবাসীর কাছ থেকে কিনে নিয়েছেন।
প্রায় চার বছর আগে শ্রীনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে রাস্তাটি নির্মিত হয়। যে জমি পাশের রাস্তার অংশ কেটে ফেলা হয়েছে সেই জমির (২০ শতক) মালিক ছিলেন শহিদুল ইসলাম। তিনি জমি খণ্ডটি ছয় মাস আগে বিক্রি করে দেন। এখন জমির নতুন মালিক নিজেদের স্বার্থে রাস্তাটি সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।
গত বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীনগর উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম। তিনি ঘটনার সত্যতা পেয়ে শামু বেপারীর ছেলে ইয়ামিনের সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করেন। কিন্তু ইয়ামিন কথা না বলে লাইন কেটে দেন।
শ্রীনগর উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম বলেন, আইডিভুক্ত রাস্তা এভাবে কেটে ফেলা অন্যায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, চলাচলের রাস্তা কোনোভাবেই কাটা যাবে না। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement