১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লালমনিরহাটের স্কুল প্রাঙ্গণে নান্দনিক ফল উৎসব

-

লালমনিরহাট শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গণে গত বুধবার সকালে নানান জাতের নান্দনিক ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের যৌথ আয়োজনে এ ফল উৎসব স্কুল প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
ফল উৎসবের উদ্বোধন করেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, প্রতিষ্ঠানের পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা, যুবলীগ নেতা ও অভিভাবক শরাফত আলী পেয়ারা, যুবলীগ নেতা ও অভিভাবক হাফিজুল ইসলাম বিটু ও অভিভাবক আয়শা বেগম প্রমূখ। শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার দেশী ফল সম্পর্কে ধারণা দেয়ার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়।
১৮টি স্টলের মাধ্যমে এক শ’ প্রজাতিরও বেশি ফলের প্রদর্শন করা হয়। ফলগুলোর মধ্যে আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, কলা, আনারস, ডুমুর, পেয়ারা, পেঁপের পাশাপাশি বহেরা, আমলকি, হরিতকী, ছফেদা, লটকন, আতা, নাশপাতি, পানিফল, জামরুল, নাগেশ্বর, ডেউকি, ডেউয়া, গাব, তাল ইত্যাদি দেশীয় ফলের সমারোহ ছিল। উৎসবে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের স্টল সাজানোর ক্যাটাগরির ওপর ভিত্তি করে পুরস্কার অর্জন করে। প্লে থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, পড়াশোনার পাশাপাশি দেশীয় ফলের এমন সমাহার থেকে তারা অনেক অজানা বিষয় জানতে এবং পরিবার-পরিজনের সাথে বিভিন্ন ফলের স্বাদ গ্রহণ করতে পেরেছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা বলেন, শিক্ষার্থীদের আরো বেশি অনুপ্রেরণা জোগাতে নানান সাজে সৃজনশীলতার নান্দনিক বৈচিত্র্যে এ ফল উৎসবের আয়োজন করা হয়। এতে তারা যেমন বিভিন্ন ফল সম্পর্কে জানতে পেরেছে, তেমনি সেসব ফলের স্বাদও নিতে পেরেছে। আমরা এমন আয়োজন বার বার করতে চাই, যাতে শিক্ষার্থীদের পড়াশোনার বাইরেও বাস্তবতার নিরিখে নানা ধরনের জ্ঞানলাভে সমৃদ্ধ হতে পারে।


আরো সংবাদ



premium cement