গৌরনদীতে প্রধান শিক্ষকের স্মৃতিচারণ ও শোক সভা
- গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
বরিশালের গৌরনদী উপজেলার এতিহ্যবাহী চাঁদশী ঈশ^র চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী মন্ডলসহ এ বিদ্যালয়ের মরহুম সকল শিক্ষক-কর্মচারীদের স্মৃতিচারণ ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদশী ঈশ^র চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গত বুধবার দিনব্যাপী স্কুল মাঠে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর জলিল। স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মীর আহসান আজাদ, প্রধান শিক্ষক অলিউল্লাহ, মানিক হাসান, মো: ইলিয়াছ, মো: শাহীন, সহকারী শিক্ষক হানিফ সরদার, শরীফুল ইসলাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা