১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চতুরহাটে গবাদিপশুর আমদানি প্রচুর, ক্রেতা কম

খামারিদের লোকসানের আশঙ্কা
-

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, আর্থিকমন্দা ও জীবনযাপন ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে পশুর হাটগুলোতে। এ দিকে পাবনা-সিরাজগঞ্জের গো-খামারি ও মৌসুমি ব্যবসায়ীরা গবাদিপশু সড়ক ও নৌপথে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন পশুরহাটে পাঠিয়েছে। এ অঞ্চলের খামারি, চাষি ও মৌসুমি ব্যবসায়ীরা সাধারণত হাইব্রিড জাতের গরু লালন-পালন করে থাকেন। এবার বেশি বিক্রি হচ্ছে ছোট গরু ও ছাগল। ফলে খামারি ও ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কা করছেন।
গত মঙ্গলবার উত্তরাঞ্চলের প্রধান পশুরহাট বেড়া সিঅ্যান্ডবি চতুরহাট সরেজমিনে ঘুরে দেখা যায়, হাটে গবাদিপশুতে তিল ধারণের ঠাঁই নেই। দূর-দূরান্তের ব্যবসায়ী ও খামারিরা শত শত ট্রাক, নসিমন ও নৌকায় করে হাজার হাজার গরু, মহিষ, ছাগল ও ভেড়া নিয়ে এসেছেন। হাটে জায়গা না হওয়ায় বাঁধের উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকাব্যাপী পশুরহাট বসেছে। আবার অনেককেই পশু ফেরত নিয়ে যেতে দেখা গেছে।
হাটে আসা সেলন্দা গ্রামের খামারি আজাদ হোসেন তার খামারের সবচেয়ে বড় ষাঁড় গরুটির দাম হাঁকিয়েছিলেন সাত লাখ টাকা। আজাদ বলেন, হাটে ক্রেতা নেই। স্থানীয় কিছু ক্রেতা ও ব্যাপারী দাম বলছে চার লাখ ৭০ হাজার টাকা।
কয়েকজন গরু ব্যবসায়ী জানিয়েছেন, বেড়ার সিঅ্যান্ডবি চতুরহাট, সাঁথিয়ার ধুলাউড়িহাট, আতাইকুলার পুষ্পপাড়া হাট, চাটমোহরের অমৃতকুণ্ডা ও শাহজাদপুরের তালগাছিসহ বিভিন্ন পশুর হাটে প্রচুর দেশী গরু, মহিষ, ছাগল ও ভেড়া আমদানি হচ্ছে। ক্রেতার জন্য হাপিত্যেশ করছেন বিক্রেতারা। ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন।
এ অঞ্চলের গো-খামারি ও চাষিরা বিভিন্ন জেলার পশুর হাটে দেড় লাখ গরু-মহিষ সরবরাহ করেছেন। এর মধ্যে হাইব্রিড রয়েছে ৫৫ শতাংশ।
বেড়ার চতুরহাটে গরু বিক্রি করতে আসা সাঁথিয়ার আলোকদিয়া গ্রামের কৃষক কামাল শেখ বলেন, তিনটি গরু হাটে তুলেছিলাম। প্রতিটির দাম চেয়েছিলাম পৌনে চার লাখ টাকা। অথচ ব্যাপারীরা গড়ে প্রতিটি গরুর দাম বলেছে দুই লাখ ৭০ হাজার টাকা। উপযুক্ত মূল্য না পেয়ে গরু তিনটি ফিরিয়ে নিয়ে যাচ্ছি।
পাবনার বেড়া উপজেলার সিঅ্যান্ডবি হাটটি রীতিমতো দেশী গরুর দখলে। এ বছর ভারতীয় গরু না আসায় ভালো দামে গরু বিক্রির আশা করছিলেন ব্যাবসায়ীরা। হাটে ৮০ থেকে এক লাখ টাকায় ছোট গরু এবং ১৪ থেকে ২০ হাজার টাকায় ছাগল পাওয়া যাচ্ছে।


আরো সংবাদ



premium cement
খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ মেসির মতো অনন্য উচ্চতায় পৌঁছানো অসম্ভব না : ইয়ামাল রোববার তাপমাত্রা বাড়তে পারে

সকল