কোটালীপাড়ায় ৩ হাজার পরিবার পেল ঈদ উপহার
- কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার তিন হাজার দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়েছে।
গত বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ম চত্বরে প্রতীক সিরামিকের সৌজন্যে এ খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু (পল্টু), সম্পাদক রুহুল আমীন খান, দফতর সম্পাদক মিজানুর রহমান তাজ বুলবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী লুৎফর রহমান শেখ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন হাজরা, আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম রুনি, আমতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল হোসেন শেখসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা