ত্রিশালে এমপির লোকজনের বিরুদ্ধে ফার্ম জবরদখলের অভিযোগ
- ময়মনসিংহ অফিস
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের মান্দাটিয়া গ্রামে নাহিদ এগ্রো ফার্মের প্রকল্পটি স্থানীয় এমপির মদদপুষ্ট কিছু ব্যক্তি কর্তৃক জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে নাহিদ এগ্রো ফার্মের এজিএম মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের এমপি এম আনিছুজ্জামান আনিসের নাম ভাঙিয়ে ত্রিশাল পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মো: লিটন ওই প্রকল্পটি হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছে। জোরপূর্বক প্রকল্পের এলাকায় ভেক্যু মেশিন দিয়ে মাটি খনন করে প্রকল্পটি জবরদখলের চেষ্টায় নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন।
বিষয়টি ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি করতে গেলে থানার ওসি অপারগতা প্রকাশ করেন। এ ব্যাপারে প্রতিকারের জন্য নাহিদ এগ্রো ফার্মের পক্ষ থেকে এমপি এম আনিছুজ্জামানের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্ষুদেবার্তা পাঠিয়ে সহযোগিতা কামনা করা হয়।
পরবর্তীতে ময়মনসিংহের যুগ্ম জেলা জজ ১ম আদালতে একটি দেওয়ানি মোকদ্দমা এবং ময়মনসিংহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক সিআর মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে অতিবর্ষণে পুকুরের পাড় ভেঙে মাছ চলে যাওয়ায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হন। মৎস্য খামারটি পুনরায় মেরামত শুরু করলে ওই এলাকার কিছু লোক কাজে বাধা দেন এবং চুক্তির মেয়াদ নবায়ন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেন। তিনি প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় ফার্মের লিগ্যাল অ্যাডভাইজার কাজী সাইদ হাসান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে এমপি আনিছুজ্জামান সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে অভিযোগটি সত্য নয়। সাবেক কমিশনার লিটন তার জায়গায় কাজ করছেন। এগ্রো ফার্মের মালিক স্থানীয় লোকজনের কাছ থেকে জমি লিজ নিয়ে ব্যবসা করেছেন। লিজের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে কেউ নবায়ন করেনি। জমির মালিকরা নিজেদের জমি দখলে নিয়ে থাকতে পারেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা