১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

-

বগুড়ার শিবগঞ্জে উপজেলা নির্বাচন ও মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে আহত সালাউদ্দিন আহমেদ ভুতুল নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের মেঘাখর্দ্দ গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই এক যুবলীগ নেতাসহ দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনের পর দেউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাকিরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিনের মধ্যে চলমান দ্বন্দ্ব আরো চরম আকার নেয়। গত সোমবার সন্ধ্যায় বোরহান আলীর লোকজনের সাথে শাকিরুলের লোকজনের বাগি¦তণ্ডা ও পরিশেষে উভয় পক্ষ সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ওই গ্রামের আলম মিয়া, শেখ সাদী, সালাউদ্দিন আহমেদ ভুতুল ও আবু সালেক আহত হন। আহতদের মধ্যে সালাউদ্দিন আহমেদ ভুতুলের অবস্থা আশঙ্কাজনক ছিল। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। সালাউদ্দিন আহমেদ ভুতুলের মৃত্যু হওয়ায় মামলাটি এখন হত্যা মামলায় রূপ দেয়া হবে।


আরো সংবাদ



premium cement