০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

চৌগাছায় বেপরোয়া চুরিতে দিশেহারা মানুষ

প্রতিনিয়তই চুরি হচ্ছে গৃহপালিত গবাদিপশু
-

যশোরের চৌগাছায় কোরবানি ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে চোর চক্র। প্রতিনিয়ত হচ্ছে চুরি। এতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে পথের ফকির হয়ে গেছেন।
গত মঙ্গলবার রাতে উপজেলার হাজরাখানা উত্তরপাড়ার ঈদগাহ ময়দান হতে একটি, উত্তরপাড়ার মাঠ থেকে মাসুদ দফাদারের একটি, পেট ভরার গ্রামের বড় খোকার একটি ও গ্রাম্য পশু ডাক্তার আসাদ হোসেনের একটি টিউবওয়েলের মাথা চুরি হয়েছে।
এর আগে গত রোববার ভোর রাতে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাদেখড়িঞ্চা গ্রামের মৃত ইনতাজ মুন্সির ছেলে জহুরুল ইসলামের বাড়িতে হানা দিয়ে চোর চক্র গোয়াল ঘর থেকে একটি উন্নত জাতের গাভী, একটি বকনা, একটি এঁড়ে বাছুর চুরি করে নিয়ে যায়। জহুরুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে গরুর খাবার দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরবেলা ঘুম থেকে উঠে গরুর গোয়ালে গিয়ে দেখেন গোয়াল ঘরের সব তালা ভেঙে তিনটি গরুই নিয়ে গেছে। তিনি বলেন, আমি এখন পথের ফকির হয়ে গেছি। চুরি হওয়া গরুগুলোর মূল্য কমপক্ষে তিন লাখ টাকা।
গত শনিবার ভোরে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বহিলাপোতা গ্রামের আনিছুর রহমানের তিনটি গাভী চুরি হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা। আনিছুর রহমান জানান, গাভী পালন ও দুধ বিক্রি করেই চলে তার সংসার। কাঁদতে কাঁদতে তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে আমি গাভীগুলোকে খাবার দিয়ে ঘুমিয়েছি। শনিবার ভোরের দিকে কখন চুরি হয়ে গেছে বুঝতে পারিনি।
এ দিকে ২০ মে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মহিদুল ইসলামের বাড়িতে হানা দিয়ে তিনটি গাভী ও একটি ষাঁড় গরু চুরি হয়। যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। বুধবার গভীর রাতে চৌগাছা পৌরসভার হুদোপাড়ার মহি উদ্দিনের ছেলে বিপুল হোসেনের গোয়াল থেকে চারটি গরু চুরি হয়। বিপুল হোসেন জানান, গোয়াল থেকে তার একটি গাভী, একটি বাছুর, একটি উন্নত জাতের বকনা ও একটি এঁড়ে গরু নিয়ে যায় চোর চক্র। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানান তিনি।
১৪ জানুয়ারি রাতে চোর চক্র পৌর শহরের তার্নিবাস গ্রামের বাসিন্দা উপাধ্যক্ষ ড. আলাউদ্দীনের বাড়ি থেকে একটি ফ্রিজিয়ান জাতের লাল গাভী ও বাছুর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরও করেন তিনি। ড. আলাউদ্দীন জানান, রাতে ঘুমাতে যাওয়ার সময় গরুর খাবার দিয়ে গোয়াল ঘরের দরজায় তালা মেরে তারা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে গরুর খাবার দিতে গিয়ে দেখেন গোয়াল ঘরে গরু নেই। চোর দলের সদস্যরা গোয়ালের দরজার তালা ভেঙে গরু ও গরুর বাছুর চুরি করে নিয়ে গেছে। গরু দু’টির বর্তমান বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল