১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিদ্যালয়ে ঢুকে এক নারীর ছুরিকাঘাতে ৫ শিক্ষার্থী আহত

-

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে গত মঙ্গলবার বেলা ১১টায় পাঁচ শিক্ষার্থীকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে রক্তাক্ত ও জখম করেছে এক নারী। স্থানীয়রা আহত তিন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত শিক্ষার্থীরা হলো- এনায়েতপুর গ্রামের রেজানুর রহমানের মেয়ে সেতু খাতুন, একই ইউনিয়নের চিকনী গ্রামের মিলন মিয়ার মেয়ে মিতু খাতুন ও আরজী জামালপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে রাবেয়া খাতুন। এ ছাড়া এ ঘটনায় তাপসী ও সুমনা নামের আরো দুই শিক্ষার্থী আহত হয়। আহতরা ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
সাদুল্লাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে। ওই নারীর নাম জান্নাতি। উপজেলার গয়েশপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী তিনি। জান্নাতির পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই নারী কাউকে কিছু বুঝতে না দিয়ে হঠাৎ মারমুখি হয়ে ওঠে এবং নিকটস্থ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিকক্ষে ঢুকেই শিক্ষার্থীদের অতর্কিত ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা চিৎকারে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অন্য শিক্ষার্থীরা দৌড়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার ও ওই নারীকে আটক করে।
সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জান্নাতিকে আটক করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ একটি এজাহার দিয়েছেন।


আরো সংবাদ



premium cement