সিংড়ায় দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ১৩ জুন ২০২৪, ০০:০৫
নাটোরের সিংড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটি।
তিনটি রাউন্ডে উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৪ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনাল রাউন্ডে ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ বিষয়ে বিপক্ষ দলের যুক্তি উপস্থাপন করে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। পক্ষে যুক্তি উপস্থাপন করে ডাঙ্গাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দলনেতা মাছুমা আফরীন।
পরে বিজয়ীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান ও নাটোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি শফিকুল কবীর। দুপ্রক-এর সদস্য ও সাংবাদিক সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, সহকারী শিক্ষক গোপেন্দ্রনাথ দাস, দুপ্রক-এর সহ-সভাপতি আমজাদ হোসেন, সদস্য আবু বকর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজেদুল করিম সিদ্দিকী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহকারী প্রোগামার মাজদার আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রুশত মতিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা