সোনারগাঁওয়ে বালু ভরাট করে সরকারি খাল দখলের অভিযোগ
- হাসান মাহমুদ রিপন সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
- ১৩ জুন ২০২৪, ০০:০৫
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইমানের কান্দি গ্রামে সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে। উপজেলার সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির ৭ নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন এ খাল ভরাটের পর সেখানে পোল্ট্রি ফার্ম গড়ে তুলেছেন। খাল ভরাটের ফলে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে ওই এলাকার সাধারণ মানুষ। খাল উদ্ধারে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে বিক্ষোভ ও মানববন্ধনসহ কঠোর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানের কান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি সরকারি খাল আছে। এক সময় এ খাল দিয়ে নৌকা চলাচল করতো। বর্তমানে খালটি প্রায় অস্তিত্বহীন হয়ে গেছে। স্থানীয় প্রভাবশালীরা খালটি ভরাট করে ফেলার কারণে পার্শ্ববর্তী সরকারি বাজেটে তৈরি একটি ব্রিজও অকেজো হয়ে পড়ে আছে। সম্প্রতি জাতীয় পার্টির স্থানীয় প্রভাবশালী নেতা দেলোয়ার হোসেন এই খালটি বালু দিয়ে ভরাট করে গড়ে তুলেছেন পোল্ট্রি ফার্ম। ফার্মের মুরগির বিষ্টার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে স্থানীয়রা। শুধু তাই-ই নয়, খাল ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, ইমানের কান্দি মৌজায় এস এ ১৪৯৪, ১৪৯৫ আর এস ১৮৫৭, ১৮৮৩ দাগে রয়েছে সরকারি খালটি। এটি দেলোয়ার হোসেন প্রভাব খাটিয়ে বালু দিয়ে ভরাট করে ফেলেছেন। এখন আর খালের অস্তিত্ব আছে বলে মনে হয় না। তবুও সামান্য যে নালাটি ছিল বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য সেটিই যথেষ্ট ছিল। কিন্তু সম্প্রতি সেটিও ভরাট করে ফেলা হয়েছে। ফলে বৃষ্টির পানি এখন আর নিষ্কাশন হতে পারে না।
সনমান্দি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন বলেন, বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। এখন প্রশাসনই এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।
অভিযুক্ত দেলোয়ার হোসেন জানান, খালটি মাত্র ৮ ফুট। আমার জায়গায় বালু ভরাট করে পোল্ট্রি ফার্ম গড়েছি। এতে মানুষের সমস্যা হওয়ার কথা নয়।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সালেহা নূর বলেন, এখানে নতুন যোগদান করেছি। সরেজমিনে ওই এলাকায় গিয়ে সরকারি খাল দখলের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ জানান, খাল দখলের বিষয়ে আমাকে কেউ জানায়নি। সরকারি সম্পত্তি কারো দখলে চলে যাক, এটা হতে পারে না। তদন্ত করে খাল দখলের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে যথাসাধ্য চেষ্টা থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা