১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘিওরে শতভাগ শিক্ষা নিশ্চিতকল্পে ইউএনওর বিভিন্ন উদ্যোগ

-

মানিকগঞ্জের ঘিওরে শতভাগ শিক্ষা নিশ্চিতকল্পে ও মানোন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে উপজেলার মাইলাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি স্কুল পরিদর্শন শেষে ক্লাস নেন। চক-ডাস্টার হাতে নিয়ে রীতিমতো শিক্ষক বনে যান। ক্লাসে পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।
শিক্ষার্থীরা জানান, ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি আমাদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন। আমাদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন।
মাইলাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী অফিসার আকস্মিক স্কুলে এসে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছেন। তিনি শিক্ষার্থীদের পাঠদানও করান।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে কোনো সমস্যা থাকলে দ্রুত তা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে। ঘিওর উপজেলার শিক্ষাব্যবস্থাকে মডেল হিসেবে গড়তে তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement