১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌগাছায় স্বামীর জিহ্বা ছিঁড়ে নিলেন স্ত্রী

-

যশোরের চৌগাছায় সোহাগ হোসেন (২৪) নামে যুবকের জিহ্বা কামড়ে ছিঁড়ে নিলেন তার স্ত্রী। গত সোমবার দুপুরের পর ঘটনাটি ঘটেছে উপজেলার পাতিবিলা গ্রামে। সোহাগ হোসেন পাতিবিলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোহাগ হোসেনের পরিবারে পারিবারিক কলহ লেগেই থাকত। ঘটনার দিন তাদের নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়রা আহত সোহাগ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লতা বলেন, সোহাগের জিহ্বা দাঁতের কামড়ে ছিঁড়ে আলাদা হয়ে গেছে।
পাতিবিলা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান লাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement