লালমোহনে দখলকৃত খাল উদ্ধারে অভিযান
- লালমোহন (ভোলা) সংবাদদাতা
- ১২ জুন ২০২৪, ০০:০৫
ভোলার লালমোহন লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বটতলা বাজারসংলগ্ন সরকারি খাল অবৈধ দখলকারীর বিরুদ্ধে অভিযান চালিয়ে দখলকারীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার এ অভিযান পরিচালনা করা হয়। প্রকাশ, গত ৫ জুন নয়া দিগন্তে প্রকাশিত ‘লালমোহনে অবৈধভাবে সরকারি খাল দখল করে ভবন নির্মাণ’ শীর্ষক সংবাদটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন সার্ভেয়ারসহ সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় অবৈধ দখলকারী ইলিয়াসের নির্মিত ভবনের কিছু অংশ খালের সীমানায় মর্মে নিশ্চিত হয়ে তাকে অভিযুক্ত করে ১০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ দখলীয় অংশ থেকে ভবন সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, লর্ড হার্ডিঞ্জ এবং স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি তদারকির নির্দেশনা দেয়া হয় বলে নয়া দিগন্তকে জানান সহকারী কমিশনার এহসানুল হক শিপন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা