হাতিয়ায় আবারো চেতনানাশক প্রয়োগ করে লুট
- হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
- ১২ জুন ২০২৪, ০০:০৫
সপ্তাহ না যেতেই আবারো বসতঘরে চেতনানাশক দ্রব্য প্রয়োগে ঘরের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়েছে দুষ্কৃতকারীরা। এবারের শিকার হাতিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের সাহেদ দম্পতি। এর আগে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দরোড এলাকায় শাহে আলমের বাড়িতে চেতনানাশক স্প্রে করে লুট করার ঘটনা ঘটে।
জানা যায়, পৌরসভার ৫নং ওয়ার্ডের ছৈয়দিয়া বাজারের মৃত আবদুর রশিদের ছেলে আহছানুল কবির সাহেদ ও তার স্ত্রী সেলিনা আক্তার শম্পা বাড়িতে একাই থাকতেন। সোমবার দিবাগত রাত প্রায় ১০টায় যথারীতি তারা রাতের খাবার খেয়ে ঘরে শুয়ে পড়ে।
গতকাল মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী কাজের মহিলা ডাকাডাকি করার পর তারা না উঠলে খোলা জানালা দিয়ে দেখেন, শাহেদ ও তার স্ত্রী শম্পা এলোমেলো পড়ে আছেন। এ অবস্থায় তিনি চারিদিক থেকে আত্মীয়স্বজনদের ডেকে আনেন। তারা এসে দেখেন, ঘরের দরজা খোলা এবং আলমারি, সুটকেস, শোকেসের সব জিনিসপত্র তছনছ হয়ে আছে। গৃহকর্তা সাহেদ ও তার স্ত্রীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: সাকিব বিন মহিউদ্দিন বলেন, এটি একটি অজানা বিষক্রিয়া। রোগীর যেকোনো মুহূর্তে আইসিইউর প্রয়োজন দেখা দিতে পারে। তাই আমরা দ্রুত তাদের জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। হাতিয়া থানার ওসি জিসান আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা