১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পেকুয়ায় ব্যস্ত কামারপাড়া দা-ছুরির অর্ডার নেয়া বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন পেকুয়ার কামাররা : নয়া দিগন্ত -


ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েক দিন। ইতোমধ্যেই নতুন দা-ছুুরির অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছেন কক্সবাজারের পেকুয়ার কামাররা। তারা জানান, এতদিন যা অর্ডার নিয়েছেন সেগুলো ডেলিভারি দিতে পর্যায়ক্রমে ঈদের আগের রাত পর্যন্ত সময় নিয়েছেন তারা। এবারে নতুন দা-ছুরির অর্ডার বেশি থাকায় খুব ব্যস্ত সময় পার করছেন সবাই।
সরেজমিনে পেকুয়ার সর্ববৃহৎ বাজার পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের কামারের দোকানে গিয়ে দেখা যায়, কয়লার আগুনের ফুলকি আর ধোঁয়া, গ্র্যান্ডিং মেশিনের ক্রিং ক্রিং আর হাতুড়ি লোহার টুং টাং শব্দের ছন্দময় এক পরিবেশ তৈরি হয়েছে পুরো কামারপাড়া জুড়ে। কামারদের সাথে কথা বলে জানা যায়, তাদের প্রতিটি দোকানে অপসিজনে ২-৩ জন করে কর্মী থাকলেও এবার তারা কোরবানির ঈদ উপলক্ষে ৫-৬ জন কর্মীকে দিয়ে কাজ করাচ্ছেন।

কবির আহমদ চৌধুরী বাজারে কামারের দোকান রয়েছে ১৫টি। তাদের কাছ থেকে জানা যায়, পেকুয়ার ৭ ইউনিয়নের সব বাজারেই গড়ে ৫-৭টি কামারের দোকান রয়েছে। দোকানিরা জানান, নতুন চাপাতি, দা-ছুরির অর্ডারের পাশাপাশি তৈরি করা গোশত কাটার নানা যন্ত্রাংশ বিক্রি হচ্ছে বেশ ভালোই। এ ছাড়া অনেকেই পুরনো দা-ছুরি শান দিয়ে নিয়ে যাচ্ছেন।
কামারের দোকানে আসা বেশ কয়েকজন ক্রেতা জানান, অন্যান্যবার পুরনো দা-ছুরি শান দিতে আনলে কয়েক ঘণ্টার মধ্যে ডেলিভারি পাওয়া যেত কিন্তু এবার কামাররা সময় নিচ্ছেন ২-৩ দিন।
কোন ধরনের লোহার যন্ত্রাংশের চাহিদা বেশি জানতে চাইলে কামার বিশ্বজিত কুমার জানান, সবাই ভালো লোহাটা দিতে বলেন কিন্তু দামটা কম দিতে চান। আবার অনেকে সিপ্রং লোহা দিয়ে দা-ছুরি বানিয়ে নিয়ে যান। তবে এই সিপ্রং লোহার দাম বেশি হওয়ায় সবাই তা নিতে পারেন না।
কামারির দোকানে আসা ক্রেতা রবিউল আলম জানান, অন্যান্য বারের তুলনায় এবারে গোশত কাটার দা-ছুরির দাম একটু বেশি। লোহা এবং কয়লার দাম বাড়তি থাকার কথা বলে তারা আমাদের কাছ থেকেও দাম বাড়িয়ে নিচ্ছেন।
কামার সুশীল চন্দ্র জানান, সারা বছর আমাদের এ পেশাটি থাকে অবহেলিত থাকে। কোনোরকম পেটেভাতে চলি। শুধু কোরবানির ঈদ আসলে আমাদের একটু ব্যস্ততা বাড়ে। তা ছাড়া লোহা এবং কয়লার দাম যেভাবে বাড়তি এখন সারা দিন কাজ করেও সংসার চালানো দায় হয়ে পড়েছে। তিনি কামারদেরকে সরকারি সহায়তা প্রদানেরও দাবি জানান।


আরো সংবাদ



premium cement
টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার

সকল