১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চন্দনাইশে ট্রাক চাকায় পা হারাল তৃতীয় শ্রেণীর ছাত্র

-

চট্টগ্রামের চন্দনাইশে স্কুলে আসার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দ্রুতগামী একটি বালুবাহাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিয়ান শীল (৮) নামে তৃতীয় শ্রেণীর এক শিশু একটি পা হারিয়েছে। গত রোববার সকাল ৯টায় উপজেলার বদুরপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত আরিয়ান বদুরপাড়া এলাকার সুমন কান্তি শীলের ছেলে এবং উত্তর গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সে।
স্কুলের প্রধান শিক্ষক হোসেন সোহরাওয়ার্দী জানিয়েছেন আরিয়ান স্কুলে আসার পথে একটি ট্রাক তাকে চাপা দিলে তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement