০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ধুনট ও শেরপুরের নির্বাচন বাতিলের দাবিতে সোচ্চার আ’লীগ নেতারাও

রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ
-


সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়া জেলায় নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব, নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ভোট কারচুপিতে সহযোগিতাসহ বিভিন্ন অভিযাগ তুলে ফলাফল বাতিলের দাবিতে সোচ্চার আওয়ামী লীগ নেতারাও। সর্বশেষ জেলার ধুনট ও শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন। এর আগে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহর শ্যালক স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহমেদ রিজু বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার বিরুদ্ধে নির্বাচনে কারচুপির মাধ্যমে বিজয়ী হওয়ার অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবি জানান। এ ছাড়া বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থী গত ৫ জুন ভোট গ্রহণ চলাকালে এজেন্ট বের করে দেয়া ও অনিয়মের অভিযোগ তুলে প্রশাসনের পক্ষপাতিত্বের প্রকাশ্যে প্রতিবাদ জানান।
গত ৫ জুন অনুষ্ঠিত ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে কালো টাকা দিয়ে ভোট কেনার প্রতিবাদ ও ফলাফল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক। সংবাদ সম্মেলনে একাত্মতা পোষণ করে সম্মেলনে উপস্থিত ছিলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল হাই খোকন। গতকাল সোমবার উপজেলা সদরের পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আনারস প্রতীকের প্রার্থী নির্বাচিত চেয়ারম্যান মুহম্মাদ আসিফ ইকবাল সনির বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে টি আই এম নুরুন্নবী তারিক বলেন, নির্বাচনের সময় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও কবরস্থানের নামে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা অনুদান দিয়ে ভোট কিনে নেয়। এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ না করে প্রতিষ্ঠানের মাঠের এক কর্নারে টিউবওয়েল স্থাপন করে। গত ২৩ মে উপজেলার গোপালনগর ইউনিয়নের খাটিয়ামারি বাজারে ঘোড়া প্রতীকের নির্বাচনী অফিস দখল করে আনারস প্রতীকের কর্মীরা।
তিনি আরো বলেন, এসব বিষয়ে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। ধুনট ও শেরপুরে একটি বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে তার হিসাব নম্বরে আর্থিক লেনদেনের তথ্য যাচাই-বাছাই করলে কালো টাকার সন্ধান পাওয়া যাবে বলেও মন্তব্য করেন নুরুন্নবী তারিক।
সংবাদ সম্মেলনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল হাই খোকন বলেন, বিভিন্ন মাদরাসার ছাত্রীদের বোরকা তৈরি, সাধারণ মানুষের জন্য লুঙ্গি, এমনকি মহিলাদের মধ্যে কাপড় বিতরণ করে তিনি ভোট কিনে নেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা কুদরত ই খুদা জুয়েল, রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম শফি, বাহাদুর আলী, আব্দুর রাজ্জাক, তোজাম উদ্দিন, জেমস মল্লিকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান গত শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে গত ৫ জুন অনুষ্ঠিত শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবি করেন। এ সময় কয়েকজন ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement