আটক শাহিনের দু’দিনের রিমান্ড মঞ্জুর
- দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
- ১১ জুন ২০২৪, ০০:০০
ট্রাক ড্রাইভার আল-আমিনকে হত্যা করে ট্রাকে থাকা একেএস কোম্পানির রড ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি শাহিন হাওলাদারকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জানা যায়, গত ১৭ এপ্রিল চট্টগ্রামের আবুল খায়ের ইন্ডাস্ট্রিজের কারাখানা থেকে একটি ট্রাকে করে ১৩ টন রড নিয়ে বাউফলের কালিশুরী বাজারের উদ্দেশে আসার পথে ট্রাক ড্রাইভার আল-আমিনকে ফোন করে ফোন বন্ধ পান তার মামা ট্রাকের মালিক সবুজ। পরে ২০ এপ্রিল দশমিনার রনগোপালদীর পাতারচর তেঁতুলিয়া নদী থেকে আল-আমিনের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মামা সবুজ বাদি হয়ে দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা হাজির হাট নৌ-পুলিশের এসআই আল-মামুন বলেন, গত রোববার শাহিনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা