১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর সর্বত্র তোলপাড়

-

গত ৭ জুন নয়া দিগন্তের ৮ম পাতায় ‘বিনা চিকিৎসায় জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন সেলিম’ সংবাদ প্রকাশের পর ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে তোলপাড় সৃষ্টি হয়েছে। পাড়া, মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়েছেন অনেকে।
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ফোন করে সেলিমকে অনেকেই অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। আবার অনেকেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গত শনিবার একান্ত আলাপচারিতায় আবেগাপ্লুত হয়ে সেলিমের মা-বাবা বলেন, যারা আমাদের সহযোগিতা করেছেন তারা আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান পাবেন এবং যারা সহযোগিতা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরকে তথা নয়া দিগন্ত পত্রিকাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
বোরহানউদ্দিন মহিলা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন বলেন, মুমূর্ষু অবস্থায় একটি মানুষ বিছানায় পড়ে আছে দেখে নিজেকে বড়ই অপরাধী লাগছে। ভোলা উত্তর দিঘলদী কেবি দাখিল মাদরাসার সহ-সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সদকার দ্বারা বিপদ দূর হয় এবং হায়াত বৃদ্ধি পায়। তাই সেলিমকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেশের বিত্তবানদের অনুরোধ জানাচ্ছি।

 


আরো সংবাদ



premium cement