রাজবাড়ীতে আগুনে ক্ষতিগ্রস্ত বেকারিকে অনুদান প্রদান
- রাজবাড়ী প্রতিনিধি
- ১১ জুন ২০২৪, ০০:০০
রাজবাড়ীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত বেকারি মালিক মিলন সেখকে এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। মিলন সেখ জেলার রামদিয়া বাজারের মেহেদী হাসান বেকারির মালিক। আগুনে পুড়ে মিলন ব্যবসায়ে ঘুরে দাঁড়াতে না পেরে পথে বসার উপক্রম হয়েছে।
রাজবাড়ী জেলা বেকারি মালিক সমিতির পক্ষ থেকে সোমবার সমিতির খলিফাপট্টি জেলা কার্যালয়ে সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই অনুদানের টাকা প্রদান করেন সমিতির জেলা নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ী বেকারি মালিক সমিতির সভাপতি এস এম লাল মিয়া, সহসভাপতি আবুল কালাম সেখ, সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ বিশ্বাসসহ সমিতির অন্য নেতৃবৃন্দ।
গত ২৪ এপ্রিল রাতে জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া বাজারের মেহেদী হাসান বেকারি হঠাৎ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভারে পুড়ে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা