১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরাইলে মাথা গোঁজার ঠাঁই চান ভূমিহীনরা

-

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘ভিটি চাই বাড়ি চাই, মাথা গোঁজার ঠাঁই চাই’ এ দাবিতে মানববন্ধন করেছে ভূমিহীন লোকজন। উপজেলার অরুয়াইল ইউনিয়নের ভূমিহীন ৪২টি পরিবার ভূমি ও ঘর পাওয়ার দাবিতে এ মানববন্ধন পালন করে। গত শনিবার দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ভূমিহীন-গৃহহীন পরিবারের আয়োজনে অরুয়াইল ব্রিজের উত্তর পাশের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে ভূমিহীন-গৃহহীন পরিবারের বিভিন্ন পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মোহন লাল মন্দিরের সভাপতি বেনী মাধব রায়ের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন, জয় শংকর চক্রবর্তী, দেব দাস সিংহ রায়, ঠাকুর ধন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষ প্রমুখ।
এ ব্যপারে অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁঁইয়া বলেন, আমার ইউনিয়নের তিন শতাধিক পরিবার যারা ভূমিহীন-গৃহহীন। আমি তাদেরকে প্রত্যয়নপত্র দিয়েছি। কিন্তু মাত্র পাঁচটি পরিবার ঘর পেয়েছে। বাকি পরিবারগুলো খুব অসহায়ভাবে আছে।

 


আরো সংবাদ



premium cement