১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সিবিএ নির্বাচন

কেপিএমে শ্রমিক কর্মচারীদের মধে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

-

চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল রোববার মধ্যরাত থেকে সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ ঘোষণা করেছে কেপিএম মিল কর্তৃপক্ষ।
সিবিত্র নির্বাচনে তিনটি শ্রমিক সংগঠনের মধ্যে কেপিএম লি. ওয়ার্কার্স ইউনিয়ন ছাতা প্রতীক, কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ ও বর্তমান সিবিত্র চাকা প্রতীকে অংশ নিচ্ছেন। কেপিএম এমপ্লয়িজ ইউনিয়ন এবারের সিবিত্র নির্বাচনে অংশ নিচ্ছেন না। ১৫৪ জন শ্রমিক-কর্মচারী ভোটাধিকার প্রয়োগ করবেন।
শ্রমিক কর্মচারী সূত্রে জানা যায়, কেপিএমে সিবিত্র নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা ভোট পাওয়ার আশায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করেন। আগের নেতাদের নিয়ে চলছে হিসাব-নিকাশ। যোগ সংগঠনকে নির্বাচিত করলে কর্ণফুলী পেপার মিলস আবারো সচল হবে বলে একাধিক শ্রমিক কর্মচারী জানিয়েছেন।
কেপিএম লি. ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি গাজী নাসির উদ্দিন বিএসসি বলেন, বঞ্চিত শ্রমিকদের ন্যায্য অধিকার পদোন্নতি ব্যবস্থা, পাহাড়ি ভাতা পূর্ববতী বকেয়া বিল সমেত পে-কমিশনের চাকরিজীবীদের ন্যায্য পাওনা ব্যবস্থা ও কেপিএম হাসপাতালে একজন এমবিবিএস ডাক্তার এবং মিলকে দুর্নীতি মুক্ত করা হবে। কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (বর্তমান সিবিত্র) সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, বিসিআইসির শ্রমিকদের মজুরি বৈষম্য আদায় ও পঞ্চাশ বছরের শ্রমিকের অধিকার ছয় গ্রেডে বাস্তবায়নে কাজ করেছি। আগামীতেও শ্রমিক কর্মচারীদের কল্যাণে কাজ করে যাব।

 


আরো সংবাদ



premium cement