আমতলীতে কবরের জায়গা দখল করে ভবন নির্মাণ
- বরগুনা প্রতিনিধি
- ১০ জুন ২০২৪, ০০:১১
বরগুনার আমতলীতে শত বছরের সম্পত্তি আদালতের তিনটি রায়ের পরেও অবৈধভাবে দখল করে আছে কতিপয় ভূমিদস্যুরা। আদালতের রায়ের পরেও নিজ সম্পত্তি ভোগ দখল করতে না পারায় বরগুনা এসে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন ভুক্তভোগী নারী রুমা আক্তার।
গত শনিবার বরগুনা সাংবাদিক ইউনিয়নের হল রুমে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের পক্ষে রুমা বলেন অবৈধভাবে তাদের পরিবারের ৩ একর ৮৫ শতাংশ জমি জোরজবরদস্তি করে রেখেছে আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের মনজু গাজী ও তার বাহিনীর সদস্যরা। সেখানে তারা মাদরাসাসহ বিভিন্ন স্থাপনা ও অন্যান্য সম্পত্তি দখল করে আছে। তার অসুস্থ মায়ের দাফনের জমিটুকুও তাদের কব্জায় রয়েছে। ভূমিদস্যুরা প্রভাবশালী হওয়ায় জীবন আজ তাদের হুমকির মুখে।
সংবাদ সম্মেলনে রুমা আক্তার আরো বলেন, আমতলী সহকারী জজ আদালত মোকদ্দমার বিপরীতে দোতরফাসূত্রে ও অন্যান্য বিবাদি পক্ষে একতরফাসূত্রে বিনাখরচায় রায় ডিক্রি প্রদান করেন। আদালতের নির্দেশ অমান্য করে তারা সম্পত্তি ভোগ দখল করে আসছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা