ঈদগাঁওতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
- ১০ জুন ২০২৪, ০০:১১
কক্সবাজারের ঈদগাঁওতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে । রোববার সংবাদদাতা বেলা ২টায় উপজেলার পোকখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মালমুরাপাড়ার আবু মাঝির বসতবাড়িসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত আরিফা মণি (৪) বাড়ির মালিক হাফেজ মাহবুবুর রহমানের মেয়ে ও ইলমা মণি (৫ ) ইসলামাবাদ ইউনিয়নের সাতজুলাকাটা গ্রামের দুলা মিয়ার মেয়ে।
স্থানীয় ইউপি মেম্বার লুৎফর রহমান জানান, ইলমা মণি মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে এবং দুপুরে মামাত বোন আরিফাসহ বাড়ির বাইরে খেলতে বের হয়। এরপর দুই শিশু সবার অজান্তে বাড়ির আঙ্গিনা-সংলগ্ন পুকুরে পড়ে যায়। এ দিকে তাদের কোথাও না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করে বাড়ির লোকজন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা