১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হারিয়ে যাচ্ছে বাবুই পাখি

-

কবি রজনীকান্ত সেন তার কবিতায় লিখে ছিলেন ‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই। তবে সময়ের সাথে সাথে বিলুপ্তির পথে সেই প্রতিভাবান ও শিল্পী পাখি বাবুই পাখি এবং তাদের বাসা।
এক সময় গ্রাম বাংলার আনাচে-কানাচে তালগাছের ডগায় ডগায় বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা চোখে পড়ত। দল বেঁধে উড়ন্ত বাবুই পাখির কিচিরমিচির শব্দে মুখরিত ছিল গ্রাম বাংলার জনপদ। বিলুপ্ত প্রায় এই পাখির দৃষ্টিনন্দন বাসা হঠাৎ চোখে পরে মুলাদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোল্লা বাজার রাস্তায় মাথায় তাল গাছে।
বাবুই পাখির বাসা তৈরির পছন্দের শীর্ষে তাল গাছ, খেজুর গাছ ও নারিকেল গাছসহ উঁচু প্রজাতির বিভিন্ন গাছ। প্রাকৃতিক ভারসাম্য পরিবর্তনের পাশাপাশি এ ধরনের গাছের সংখ্যা কমে যাওয়ায় কমে আসছে বাবুই পাখির সংখ্যা।
বাবুই পাখি তিন ধরনের- দেশী বাবুই, দাগী বাবুই ও বাংলা বাবুই হয়ে থাকে। তবে বাংলা ও দাগী বাবুই এখন বিলুপ্তির পথে। বাবুই পাখির বাসা দেখতে অনেকটা উল্টানো কলসির মতো। এরা খড়ের ফালি, ধানের পাতা, তালের কচিপাতা, ঝাউ ও কাশবন দিয়ে বাসা বাঁধে। বাসা যেমন দৃষ্টিনন্দন, তেমনি মজবুত। বাসা তৈরির সময় দু’টি নিম্নমুখী গর্ত রাখে। অর্ধেক বাসা বাঁধার পর তার সঙ্গীকে খোঁজে। স্ত্রী বাবুইটির পছন্দ হলে মাত্র চার দিনে বাসা বাঁধার কাজ শেষ করে। বাসার নিম্নমুখী একটি গর্ত বন্ধ করে ডিম রাখার জায়গা করে। অন্যটি খোলা রাখে প্রবেশ ও বের হওয়ার জন্য। বাসার ভেতরে-বাইরে কাদা লাগিয়ে রাখে। ফলে ঝড়ে বা বাতাসেও টিকে থাকে বাসা। কথিত আছে রাতে বাসা আলোকিত করার জন্য জোনাকি পোকা ধরে এনে রাখে। সাধারণত মে থেকে আগস্ট বাবুই পাখির প্রজনন মৌসুম।
মুলাদী সরকারি কলেজের জীববিজ্ঞানের প্রভাষক ও পাখি প্রেমিক খান দিদার হোসেন জানান, বাবুই পাখি নিড়িবিলি থাকতে পছন্দ করে। তাদের আবাসস্থল ও খাবারের অভাবে তাদের সংখ্যা কমে আসছে।
মুলাদী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নজরুল ইসলাম বলেন, বাবুই পাখিকে মূলত শিল্পী পাখি বলা হয়। প্রয়োজনীয় খাবার ও আবাসস্থল কমে যাওয়ায় দিন দিন পাখিটি সংখ্যা কমে আসছে। পাখির বিলুপ্তি রোধে প্রত্যেকের সচেতন হওয়া উচিত।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল