১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কপোতাক্ষ নদের ভাঙন ঝুঁকিতে পাটকেলঘাটার এতিমখানা

-

সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের ভাঙনের কবলে পড়ে বিলীন হতে চলেছে হেফজখানা, মাদ্রাসা ও এতিমখানা। সেই সাথে ভাঙন আতঙ্কে দিন কাটছে আরো কয়েকটি বসতবাড়িও। তাই, নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী গত শুক্রবার জুমার নামাজের পর পাটকেলঘাটা দলুয়া রোডের আচিমতলা রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার সামনে এক মানববন্ধন করেছেন।
মাদ্রাসার সভাপতি এটিএম বাসারাত উল্লাহ আওরঙ্গীর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আহমাদ আলী, সাব্বির হোসেন, মাস্টার শাহাদাত উল্লাহ সোহান, বিশিষ্ট ব্যবসায়ী রায়হান, শওকত আলী মোড়ল, বিশিষ্ট সাংবাদিক আব্দুস সামাদ, ব্যাংকার আব্দুল্লাহ প্রমুখ।
জানা যায়, কয়েক বছর আগে কপোতাক্ষ নদ খননের ফলে বন্ধ হয়ে যাওয়া স্রোত কিছুটা স্বরূপে ফিরে এসেছে। স্রোতের তোড়ে ইতোমধ্যে আচিমতলা রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কয়েকটি বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদীতে বিলীন হওয়ার পথে। যেকোনো মুহূর্তে এতিমখানাটি ভাঙনের কবলে পড়ে যেতে পারে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভরাট হয়ে যাওয়া চর কেটে যদি নদীর মূল জায়গা দিয়ে স্রোত পরিচালিত করা যায় তাহলে মাদ্রাসাসহ এলাকার অনেক বসতভিটা ও স্থাপনা ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তারা।


আরো সংবাদ



premium cement